মো. লেবু

মো. লেবু

শ্রমিক

আশুলিয়া থানার সামনে

৫ই আগস্ট, ২০২৪

ডেটা যাচাই করা হয়েছে
বয়সঃ৪০
জন্ম তারিখঃ২৮/০৭/১৯৮৪
জন্মস্থানঃদুমরাই, রায়গঞ্জ, সিরাজগঞ্জ
যেভাবে শহীদ হয়েছেনঃতিনি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন।
জীবনীঃসৎ মায়ের সংসারে লালন পালনের মাধ্যমে বড় হয়েছেন। তবে তার সৎ মাকে তিনি আপন মায়ের মতোই যত্নে আগলে রেখেছেন। দীর্ঘ দশ বছরের বিবাহিত সংসার। নিঃসন্তান দম্পতি ছিলেন। ছোটবেলা থেকেই সংসারে তার টানাপোড়োন লেগেছিল। আমৃত্যু তিনি তা বহন করেছেন। স্বামীকে হারিয়ে তার স্ত্রী এখন করুণ জীবনযাপন করছেন।
সর্বশেষ পরিবর্তন:
মো. লেবু এর তথ্যে কোনো অসঙ্গতি পেয়েছেন?
অথবা আরো তথ্য যুক্ত করতে চান?মো. লেবু এর তথ্য দিন