কেন এই ওয়েবসাইট?

জুলাইয়ের গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। ভাগ্যক্রমে আমরা সেই তালিকায় নেই। তবে আছে আমাদের ভাই, বন্ধু ও আপনজন।
তাদের এই আত্মত্যাগের ঋণ শোধ করার সামর্থ্য আমাদের নেই। তবে তাদের স্মরণে রেখে পরবর্তী প্রজন্মকে জানানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা।
সহস্রাধিক শহীদের মধ্য থেকে হয়তো আমরা শুধু কয়েকশজনের তালিকাই করতে পেরেছি। অনেকেই বাদ পড়ে গেছেন।
এমন কারো সম্পর্কে জানা থাকলে অনুগ্রহ করে আমাদের জানিয়ে সহায়তা করুন।

এসকল শহীদ ভাই-বোনেরা আমাদের সাথেই লড়েছেন, আমাদের জন্যই লড়েছেন। তাই তাদের ভুলে গেলে চলবে না।
তাদের এই আত্মত্যাগ যাতে বিফলে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
দেশের সাথে বেইমানি করা চলবে না। তাঁরা জুলাইয়ের অভ্যুত্থানে জীবন দিয়েছেন, সামনে দেশের জন্য জীবন দিতে আমাদেরও প্রস্তুত থাকতে হবে।

শহীদদের তালিকাভুক্ত করার জন্য এরকম উদ্যোগ অনেকেই নিয়েছেন। তাহলে আমরা কীভাবে আলাদা?
যদিও অনেকেই এ ধরনের উদ্যোগ শুরু করেছিলেন, তাদের বেশিরভাগই কোনো না কোনো সময়ে গিয়ে থেমে গিয়েছেন। বর্তমানে, একমাত্র আমরাই নিয়মিত তথ্য সংযোজন এবং পরিমার্জন করছি।
আমাদের ডেটাবেজ আপাতত সবচেয়ে সমৃদ্ধ এবং অনুরূপ সব প্রচেষ্টার মধ্যে সবচেয়ে আপ-টু-ডেট। এছাড়াও, আমাদের ওয়েবসাইটের সমস্ত সোর্স কোড এবং তথ্য গিটহাবে পাবলিক করে রাখা হয়েছে।

আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। শহীদ২৪ আমাদের নিজস্ব এবং নিরপেক্ষ প্রজেক্ট। কোনো দলীয় পক্ষপাতিত্ব আমরা কখনোই নিবো না, সে যেই দলই হোক।
তবে আওয়ামী লীগ সম্পর্কে আমাদের অভিমত স্পষ্টঃআওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ-কে বাংলাদেশের মাটিতে আর ফিরে আসতে দেওয়া হবে না।
বিভিন্ন সময় তথ্যাবলি সংগ্রহ করতে পারায় নিচের ওয়েবসাইট এবং নিউজ পোর্টালদেরকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
ইনশাআল্লাহ্‌ আমরা নিয়মিতভাবে এই তথ্যগুলি আপডেট করার চেষ্টা করব। এজন্য আপনাদের সহায়তা একান্ত কাম্য।