মো. আরাফাত

মো. আরাফাত

মাদরাসা শিক্ষার্থী

৫ই আগস্ট গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন

২৩রা ডিসেম্বর, ২০২৪

ডেটা যাচাই করা হয়েছে
বয়সঃ১২
জন্ম তারিখঃতথ্য অনুপস্থিত
জন্মস্থানঃতথ্য অনুপস্থিত
যেভাবে শহীদ হয়েছেনঃপুলিশের গুলিতে নিহত
জীবনীঃনাজেরা শেষ করে তিন পারা কোরআন মুখস্থ করা আরাফাত উত্তরা জামিয়া রওজাতুল উলুম মাদরাসার ইবতেদায়ি আউয়ালের শিক্ষার্থী ছিলেন। ৫ আগস্ট উত্তরা আজমপুরে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন। আধুনিক হাসপাতাল ও কুর্মিটোলায় ফেরত পাঠানোর পর সিএমএইচে ভর্তি করা হলেও তিন মাস চিকিৎসাধীন থেকে আজ ২২ ডিসেম্বর ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীয়ুন। ঘাতক বুলেট আরাফাতের বাম পাজর ভেদ করে মেরুদণ্ড ভেঙে ডান দিক দিয়ে বের হয়ে যায়, ফলে একটি কিডনি নষ্ট হয়। উন্নত চিকিৎসার জন্য ২৪ ডিসেম্বর বিদেশ নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তার আগেই শহীদ হন। আল্লাহ শহীদ আরাফাতকে জান্নাত নসিব করুন।

সোর্সঃ

সর্বশেষ পরিবর্তন:
মো. আরাফাত এর তথ্যে কোনো অসঙ্গতি পেয়েছেন?
অথবা আরো তথ্য যুক্ত করতে চান?মো. আরাফাত এর তথ্য দিন