রিতা আক্তার

রিতা আক্তার

শিক্ষার্থী

দুয়ারীপাড়া সরকারি কলেজ

৫ই আগস্ট, ২০২৪

ডেটা যাচাই করা হয়েছে
বয়সঃ১৭
জন্ম তারিখঃতথ্য অনুপস্থিত
জন্মস্থানঃতারখুর, শান্তিনগর, কালাই, জয়পুরহাট
যেভাবে শহীদ হয়েছেনঃগুলিবিদ্ধ হয়ে। আন্দোলনে থাকাকালিন,মাথায় গুলি লাগে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় সেই দিনই সন্ধা আনুমানিক ৬ টায় ইন্তেকাল করেন।
জীবনীঃজুলাই আন্দোলনের সম্মুখসারিতে ছিল রিতা আক্তার। স্বপ্ন ছিল চিকিৎসক হয়ে দেশের সেবা করার পাশাপাশি পরিবারের হাল ধরার। ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় এই তরুণী। ফলে তার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। রিতার বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামে। তার বয়স হয়েছিল ১৭ বছর। বাবা আশরাফ আলী রিকশাচালক। মা রেহেনা বিবি গৃহিণী। তিন ভাই-বোনের মধ্যে সে ছিল মেঝ। পড়াশোনায় ভালো হওয়ায় রিতা ছিল পরিবারের একমাত্র আশা-ভরসা। রিতার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, সে বাবা-মাকে সব সময় বলত, বড় হয়ে ডাক্তার হবে, পরিবারের হাল ধরবে। মেয়েকে একটু ভালোমতো পড়াশোনার সুযোগ তৈরি করে দিতে সাধ্যের সব চেষ্টা চালাতেন বাবা-মা। মা রেহেনা বিবি বাসাবাড়িতে কাজ করে আয়ের সেই টাকায় মেয়ের পড়ালেখার খরচ চালাতেন। রেহেনা বিবি বেদনাহত কণ্ঠে বলেন, মেয়েকে আর ফিরে পাব না জানি। কিন্তু আমার মেয়েসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সবাই যেন শহীদি মর্যাদা পায়। তাহলে মেয়েকে হারানোর বেদনা কিছুটা হলেও লাঘব হবে। গ্রামের মাদরাসা থেকে দাখিল পাস করে এ বছরই ঢাকার মিরপুর দুয়ারীপাড়া সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল সে। মেয়ের লেখাপড়ার সুবিধার্থে পরিবারের সবাই ঢাকায় চলে আসি।
সর্বশেষ পরিবর্তন:
রিতা আক্তার এর তথ্যে কোনো অসঙ্গতি পেয়েছেন?
অথবা আরো তথ্য যুক্ত করতে চান?রিতা আক্তার এর তথ্য দিন