যেভাবে শহীদ হয়েছেনঃআন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণের এক পর্যায়ে পুলিশি বাহিনী আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি করতে থাকলে উনি (মো. ইসমাইল) রামপুরা ডেন্টাল হাসপাতালে আশ্রয় নিতে চেয়েছিলেন। এমতাবস্থায় কর্তব্যরত গার্ড আন্দোলনকারীদেরকে ভিতরে ঢুকতে না দেওয়ায় অন্যত্র পালিয়ে যাওয়ার পুর্বেই পুলিশের ছোড়া গুলি উনার কপালের বাম পাশে চোখের বা দিকে খানিকটা উপরে আঘাত হানলে তিনিই ঘটনাস্থলেই মারা যান।
ডেল্টা হাসপাতালের সিড়ি, রামপুরা, ঢাকা।
জীবনীঃতথ্য অনুপস্থিত
সর্বশেষ পরিবর্তন:
মো. ইসমাইল এর তথ্যে কোনো অসঙ্গতি পেয়েছেন? অথবা আরো তথ্য যুক্ত করতে চান?মো. ইসমাইল এর তথ্য দিন