নুরুল মোস্তফা

নুরুল মোস্তফা

শিক্ষার্থী

দারুস্সালাম দা‌খিল মাদ্রাসা

৬ই আগস্ট, ২০২৪

ডেটা যাচাই করা হয়েছে
বয়সঃ১৭
জন্ম তারিখঃতথ্য অনুপস্থিত
জন্মস্থানঃপূর্ব গজা‌লিয়া, ইসলামাবাদ, ঈদগাঁও, কক্সবাজার
যেভাবে শহীদ হয়েছেনঃ৫ আগস্ট ২০২৪ খ্রিঃ দুপু‌রে ১ দফা দা‌বি আদা‌য়ের ল‌ক্ষ্যে গণভবন ঘেরাও কর্মসূ‌চির সা‌থে সংহতি জা‌নি‌য়ে কক্সবাজার জেলার ঈদগাঁও থানা এলাকার আ‌ন্দোলনকারী ছাত্র জনতা ঈদগাঁও থানার সম্মু‌খে আস‌লে পু‌লিশ আ‌ন্দোলনকারী‌দের লক্ষ্য ক‌রে গু‌লি ছু‌ড়ে। এসময় এক‌টি বু‌লেট নুরুল মোস্তফার বুক ভেদ ক‌রে চ‌লে যায়। আ‌ন্দোলনকারী‌দের অ‌নে‌কে তা‌কে দ্রুত মালুমঘাট খ্রিষ্ঠান মে‌মো‌রিয়াল হাসপাতা‌লে নি‌য়ে যায়। প‌রের দিন সেখা‌নে নুরুল মোস্তফা শেষ নিঃশ্বাস ত্যাগ ক‌রেন।
জীবনীঃআমাদের স্বীকৃতি না পাওয়া 'রোহিঙ্গা' শহিদ নূর মোস্তফা। আন্দোলনে যেতে মানা করছিলো বলে মোবাইলে আবু সাইদের বুক পেতে দেওয়ার ভিডিও দেখায়ে বাবাকে বলছিলো, 'আবু সাইদ যদি জীবন দিতে পারে, আমাদের শত শত ভাই যদি দিতে পারে, আমি পারবনা কেন? আপনারা পড়াশোনা করেন নাই বলে জানেন না, এই জীবন দেওয়ার দাম কত!' ৫ আগস্ট সকালে লুকায়ে বের হয়ে যাওয়ার সময় দেখে ফেলা বন্ধুকে অনুরোধ করছিল, আন্দোলনে যে যাচ্ছে, বাবাকে যেন না বলে। সেদিন দুপুরেই কক্সবাজার ঈদগাঁ থানার সামনে নূর গুলি খায়, সেই পিঠের মাঝখান দিয়ে ঢুকে বুক দিয়ে বের হয়ে যায়। হসপিটালে নেওয়া হয়, ৬ তারিখ দুপুরে সেখানে শেষ নিশ্বাস ত্যাগ করে। শহিদ নূর মোস্তফার বাবা শফিউল আলম মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন ১৯৯২ সালে, এরপর কক্সবাজার ইদগাঁ এলাকায় স্থায়ী বসতি গাড়েন। ১৭ বছর বয়সী শহিদ নূর মোস্তফার জন্ম বাংলাদেশেরই মাটিতে। স্থানীয় দারুস সালাম দাখিল মাদ্রাসায় ১০ম শ্রেণীর ছাত্র ছিল। তবু শুধুমাত্র তার বাবা মা রোহিঙ্গা হওয়ায়, তাদের জাতীয় পরিচয়পত্র না থাকায়, শহিদের তালিকা থেকে নূর মোস্তফার নাম কেটে দেওয়া হয়। কোনো রাষ্ট্রীয় সম্মাননাও তার পরিবারকে দেওয়া হয়নাই। ফান্ড থেকে বঞ্চিত করা হইছে। শফিউল আলম বলতেছিলেন, 'টাকার প্রতি আমার লোভ নাই। কিন্তু নূর মোস্তফার জন্ম, পড়াশোনা তো এই দেশেই। সব সার্টিফিকেট আছে তার। শহিদও হইছে এই দেশের জন্য। অথচ আমার ছেলের নামটা শহিদের তালিকা থেকে পর্যন্ত মুছে দেওয়া হইল!' কার্টেসি: July Records
সর্বশেষ পরিবর্তন:
নুরুল মোস্তফা এর তথ্যে কোনো অসঙ্গতি পেয়েছেন?
অথবা আরো তথ্য যুক্ত করতে চান?নুরুল মোস্তফা এর তথ্য দিন