মো. আব্দুল কাইয়ুম আহাদ

মো. আব্দুল কাইয়ুম আহাদ

এসি মেকানিক

যাত্রাবাড়ী, ঢাকা

১৮ই জুলাই, ২০২৪

ডেটা যাচাই করা হয়েছে
বয়সঃ১৭
জন্ম তারিখঃতথ্য অনুপস্থিত
জন্মস্থানঃনরোত্তমপুর, বেগমগঞ্জ, নোয়াখালী
যেভাবে শহীদ হয়েছেনঃপুলিশের গুলিতে নিহত।
জীবনীঃ১৭ বছর বয়সী আবদুল কাইয়ুম আহাদ কোনো রাজনীতি করত না; পড়ত না কোনো স্কুল কিংবা মাদ্রাসায়। জীবিকার তাগিদে মাধ্যমিকের গণ্ডি পার হওয়ার আগেই গ্রাম ছেড়ে রাজধানী ঢাকায় পাড়ি জমায় সে। যাত্রাবাড়ীতে সে রেফ্রিজারেটর ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামতের কাজ শিখত। কিন্তু তার কাজ শেখাটা আর শেষ হলো না। গত বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ী ফ্লাইওভারের পাশে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে ঝাঁঝরা হয় তার শরীর। আবদুল কাইয়ুমের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা আবদুল কাইয়ুম ছয় মাস আগে কাজ শিখতে ঢাকায় গিয়েছিল। স্বপ্ন ছিল কাজ শিখে পরিবারের হাল ধরবে। কিন্তু এর আগেই সে বাড়ি ফিরল লাশ হয়ে।
সর্বশেষ পরিবর্তন:
মো. আব্দুল কাইয়ুম আহাদ এর তথ্যে কোনো অসঙ্গতি পেয়েছেন?
অথবা আরো তথ্য যুক্ত করতে চান?মো. আব্দুল কাইয়ুম আহাদ এর তথ্য দিন