যেভাবে শহীদ হয়েছেনঃবন্ধুদের সাথে আন্দোলনে যায়,সন্ধ্যায় আবাহনী মাঠের কাছে পুলিশের এলোপাতাড়ি গুলির মুখে পড়ে এবং দু-পায়ে গুলি লাগে,তাকে পঙ্গুতে ভর্তি করেছিল অজ্ঞাত কেউ। চিকিৎসার অভাবে তার পায়ে পচন ধরায় দু-পা কেটে ফেলেও তাকে বাঁচানো যায়নি। ২৪-০৭-২৪ তারিখে শহীদ হয়েছিল।