যেভাবে শহীদ হয়েছেনঃওনার বাসা রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে খুব কাছে। উনি বাসা থেকে বের হয়েছিলেন। অতঃপর উনার মাথায় গুলি লাগে কিন্তু সাথে সাথে মারা যাননি। গুলি লাগার পরে উনি নিজে নিজে বাসার নিচে আসেন এবং অজ্ঞান হয়ে যান। উনাকে মুগদা হাসপাতালে নিয়ে আইসিইউতে রাখা হলে ৪ দিন পরে মারা যান।