ষোলশহর, চট্টগ্রাম এর একটি চেয়ারের দোকানের কর্মচারী
১৬ই জুলাই, ২০২৪
১৬ই জুলাই, ২০২৪
ডেটা যাচাই করা হয়েছে
বয়সঃ৩৫
জন্ম তারিখঃ৩০/০৪/১৯৮৯
জন্মস্থানঃকুমিল্লা
যেভাবে শহীদ হয়েছেনঃফারুক ষোলশহরের একটি চেয়ারের দোকানে কাজ করতেন। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ৩টার পর তিনি নগরের লালখান বাজারের ভাড়া বাসা থেকে আবার দোকানে ফিরছিলেন। কিন্তু ষোলশহরের কাছে আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষের মধ্যে পড়ে যান তিনি। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলইে প্রাণ হারান ফারুক। তবে তার পরও আশপাশের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।