আলিফ আহমেদ সিয়াম

আলিফ আহমেদ সিয়াম

শিক্ষার্থী

ডেইরি ফার্ম হাই স্কুল, সাভার

৭ই আগস্ট, ২০২৪

ডেটা যাচাই করা হয়েছে
বয়সঃ১৭
জন্ম তারিখঃ৩১/০৮/২০০৭
জন্মস্থানঃবাঁশবাড়িয়া, ডেমা, বাগেরহাট
যেভাবে শহীদ হয়েছেনঃ৫ ই আগস্ট লং মার্চ টু ঢাকা তে অংশ নিতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হন। দুইদিন যাবত হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সাতই আগস্ট তিনি শাহাদাত বরণ করেন।
জীবনীঃমানবিক গুণাবলী সম্পূর্ণ একজন কিশোর। পরিবারে বাবা-মায়ের খেয়াল এমনভাবে রাখতেন যেন তিনি তাদের বাবা-মা তাদের সন্তান নন। শখ ছিল পাইলট হওয়ার। নিজে বিমান চালিয়ে বাবা মাকে হজ্ব করতে নিয়ে যাওয়া ছিল তার অন্যতম স্বপ্ন। শুরু থেকে আন্দোলনে সক্রিয় ছিলেন।
সর্বশেষ পরিবর্তন:
আলিফ আহমেদ সিয়াম এর তথ্যে কোনো অসঙ্গতি পেয়েছেন?
অথবা আরো তথ্য যুক্ত করতে চান?আলিফ আহমেদ সিয়াম এর তথ্য দিন