যেভাবে শহীদ হয়েছেনঃ৫ ই আগস্ট লং মার্চ টু ঢাকা তে অংশ নিতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হন। দুইদিন যাবত হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সাতই আগস্ট তিনি শাহাদাত বরণ করেন।
জীবনীঃমানবিক গুণাবলী সম্পূর্ণ একজন কিশোর। পরিবারে বাবা-মায়ের খেয়াল এমনভাবে রাখতেন যেন তিনি তাদের বাবা-মা তাদের সন্তান নন। শখ ছিল পাইলট হওয়ার। নিজে বিমান চালিয়ে বাবা মাকে হজ্ব করতে নিয়ে যাওয়া ছিল তার অন্যতম স্বপ্ন। শুরু থেকে আন্দোলনে সক্রিয় ছিলেন।