কেন এই ওয়েবসাইট?

জুলাইয়ের গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। ভাগ্যক্রমে আমরা সেই তালিকায় নেই। তবে আছে আমাদের ভাই, বন্ধু ও আপনজন।
তাদের এই আত্মত্যাগের ঋণ শোধ করার সামর্থ্য আমাদের নেই। তবে তাদের স্মরণে রেখে পরবর্তী প্রজন্মকে জানানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা।
সহস্রাধিক শহীদের মধ্য থেকে হয়তো আমরা শুধু কয়েকশজনের তালিকাই করতে পেরেছি। অনেকেই বাদ পড়ে গেছেন।
এমন কারো সম্পর্কে জানা থাকলে অনুগ্রহ করে আমাদের জানিয়ে সহায়তা করুন।

এসকল শহীদ ভাই-বোনেরা আমাদের সাথেই লড়েছেন, আমাদের জন্যই লড়েছেন। তাই তাদের ভুলে গেলে চলবে না।
তাদের এই আত্মত্যাগ যাতে বিফলে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
দেশের সাথে বেইমানি করা চলবে না। তাঁরা জুলাইয়ের আন্দোলনে জীবন দিয়েছেন, সামনে দেশের জন্য জীবন দিতে আমাদেরও প্রস্তুত থাকতে হবে।

এই ওয়েবসাইটটির সকল সোর্স কোড এবং ডেটা গিটহাবে পাবলিকলি দেওয়া আছে।
সর্বপ্রথম shohid.info-তে শহীদদের লিস্ট দেখতে পাই। তাদের ওয়েবসাইট অনেক সময় ডাউন থাকায় ও কোড পাবলিক না থাকায় ডেটা হারিয়ে যাওয়ার ভয় থেকে আমাদের এই ওয়েবসাইট বানানোর সিদ্ধান্ত।
প্রাথমিক তথ্যগুলো তাদের ওয়েবসাইট থেকেই সংগ্রহ করা। এরপর সেই তথ্য পরিমার্জন ও কিছু সংশোধন করে এখানে দেওয়া হয়েছে।
আমরা আরও ১০ জন শহীদের তথ্য নিয়েছি redjuly.liveথেকে।
আমরা নিয়মিতভাবে এই তথ্যগুলি আপডেট করার চেষ্টা করব। এজন্য আপনাদের সহায়তা একান্ত কাম্য।

© শহীদ২৪
২৪ এর শহীদদের স্মরণে রাখতে আমাদের এই প্রচেষ্টা

রক্ষণাবেক্ষণে নুসাব তাহা