কামরুল মিয়া

কামরুল মিয়া

ফার্নিচার দোকানে শ্রমিক

মিরপুর ১০ নম্বর

১৯ই জুলাই, ২০২৪

ডেটা যাচাই করা হয়েছে
বয়সঃ২৪
জন্ম তারিখঃতথ্য অনুপস্থিত
জন্মস্থানঃতথ্য অনুপস্থিত
যেভাবে শহীদ হয়েছেনঃবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিতে শহিদ হন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গৌরনগর গ্রামের কামরুল মিয়া (২৪)। গত ১৯ জুলাই রাজধানী মিরপুর-১০ নম্বরের গোল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিলেন কামরুল মিয়া। আগের দিন শরীরে র্ছরা গুলি বিদ্ধ হলেও কামরুল মিয়া পিছপা হননি।
জীবনীঃতখনও কৈশোর কাল কামরুল মিয়ার। এই বয়সেই হাল ধরতে হয়েছিল পরিবারের। বাস্তবতা মেনে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করার সময় ২০১৬ সালে বাড়ি ছাড়েন তিনি। পাড়ি জমান স্বপ্নের শহর ঢাকায়। রাজধানী শহরে দৈনিক মজুরি ভিত্তিক ফার্নিচার দোকানে শ্রমিক থেকে শুরু করে ভ্যান চালানোর কাজসহ সবই করতেন তিনি। স্বপ্ন ছিল জমানো টাকা দিয়ে প্রবাসে পাড়ি জমাবেন। পরিবারের সুখের আশায় তাঁর এই স্বপ্ন। থাকতেন ঢাকার মিরপুর স্টেডিয়াম এলাকায়। তবে পুলিশের গুলিতে কামরুলের এই স্বপ্নের আলো চিরতরে নিভে গেছে।
সর্বশেষ পরিবর্তন:
কামরুল মিয়া এর তথ্যে কোনো অসঙ্গতি পেয়েছেন?
অথবা আরো তথ্য যুক্ত করতে চান?কামরুল মিয়া এর তথ্য দিন