জন্মস্থানঃদর্জি পাড়া, আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম
যেভাবে শহীদ হয়েছেনঃগুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন।
জীবনীঃমোহাম্মদ ইসমামুল হক আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। ১০ বছর বয়সে তার বাবাকে হারান। দক্ষিণ সাতকানিয়া গোলাম বাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে তিনি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি জীবিকার তাগিদে নিজের গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন। তিনি ঢাকায় এক বছর চাকরি করেন। স্বৈরাচারের জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। পরবর্তীতে তিনি ৫ ই আগস্ট কারফিউ ভেঙে 'লং মার্চ টু ঢাকায়' অংশগ্রহণ করেন। পরে বেলা বারোটার দিকে ঢাকা চাংখারপুলে পুলিশের গুলিতে আহত হন। গুলিটি তাঁর পেটে বিদ্ধ হয়ে শরীর ভেদ করে পিঠের দিকে বেরিয়ে যায়। কয়েকজন আন্দোলনকারী তৎক্ষণাৎ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ৬ তারিখ সকালে তাঁর অপারেশন হয়।তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। অবস্থা আরও অবনতি হলে তাঁকে ৭ তারিখ সকালে লাইফ সাপোর্টে দেয়া হয়। পরে বিকাল ৪ টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নিজ বাড়ীতে পারিবারিক কবরস্থান শায়িত আছেন।