আবদুল গণি বোরহান

আবদুল গণি বোরহান

বীমা কর্মকর্তা

সন্ধানী লাইফ ইনস্যুরেন্স, বাংলামোটর শাখা

৪ঠা আগস্ট, ২০২৪

ডেটা যাচাই করা হয়েছে
বয়সঃ৩২
জন্ম তারিখঃতথ্য অনুপস্থিত
জন্মস্থানঃছাড়াইতকান্দি, সোনাগাজী, ফেনী
যেভাবে শহীদ হয়েছেনঃলীগের গুলিতে নিহত।
জীবনীঃআবদুল গণি বোরহান, বয়স ৩২ বছর। ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের প্রয়াত মাস্টার আহসান উল্যাহ ও নুর নাহারের ছেলে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করে রাজধানীতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে চাকুরি নেন। একই উপজেলার চরছান্দিয়া ভূঞা বাজার সংলগ্ন এলাকায় সেলিম ভূঞা-বিবি হাজেরা দম্পতির মেয়ে আয়েশা আক্তারকে বিয়ে করেন ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর। শুরু হয় সুখের স্বপ্ন বুনন। আয়েশা সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল (ডিগ্রী) প্রথম বর্ষের শিক্ষার্থী। কথা ছিল ২০২৫ সালে আয়েশাকে রাজধানীতে নিজের কাছে নিয়ে রাখবেন। কিন্তু সেই কথা রাখতে পারেননি বোরহান। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সাথে অংশ নেন। গণঅভ্যুত্থানের ঠিক আগেরদিন ৪ আগস্ট বিকালে পুলিশ ও পতিত আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শহিদ হন বোরহান।
সর্বশেষ পরিবর্তন:
আবদুল গণি বোরহান এর তথ্যে কোনো অসঙ্গতি পেয়েছেন?
অথবা আরো তথ্য যুক্ত করতে চান?আবদুল গণি বোরহান এর তথ্য দিন