যেভাবে শহীদ হয়েছেনঃবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ৫ই আগষ্ট,২০২৪, আনুমানিক দুপুর ৩ঃ৩০টায় যাত্রাবাড়ী এলাকায় শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেয়ার সময় পুলিশের অতর্কিত আক্রমনের শিকার হন এবং বুকে ২টি গুলিবিদ্ধ হন। মূহুর্তেই মাটিতে লুটিয়ে পরলে তাকে এক সহৃদয়বান রিকশাচালক উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করে এবং হাসপাতালে নেয়ার পথেই তিনি শহীদ হন।
জীবনীঃতিনি এ কে হাই স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল BUP এ আইন বিভাগে ভর্তি হয়েছিল। ৬/৮/২০২৪ সকাল সাড়ে দশটায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদে.. গ্রামের বাড়িতে ওর মায়ের কবরের পাশেই ওকে সমাহিত করা হয়। উল্লেখ্য তার নানা -মরহুম কাজী শহীদুল আলমও ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।