যেভাবে শহীদ হয়েছেনঃসজল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছিলেন শুরু থেকেই এবং গত সোমবার বরাবরের মতো যোগ দিয়ে বাইপেল , সাভার থেকে তার আরো ২-৩ টা ফ্রেন্ড এর সাথে থাকা অবস্থায় হঠাৎ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় তার দুই বন্ধু সেখান থেকে সরে আসলেও সজল সাহসীকতার সাথে বলে উঠে কর গুলি কর ,এক পর্যায়ে সে গুলিবিদ্ধ হয় , এবং পুলিশের গাড়িতে উঠানো হয় , হটাৎ সেই গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়,বের হতে না পেরে সজল সহ বেশ কয়েকজনের শরীর এর অর্ধেক অংশ পুরে কয়লা হয়ে যায়।
জীবনীঃসাজ্জাত হোসেন সজল, পিতা: মো. খলিলুর রহমান, মাতা: মোছাঃ শাহিনা বেগম, এর একমাত্র পুত্র সন্তান বিসিআই স্কুল এন্ড কলেজের সাইন্স বিভাগ থেকে ২০২২ সম্মান এর সাথে উত্তির্ণ হয়ে আশুলিয়া সিটি ইউনিভার্সিটি তে ৫৫তম টেক্সটাইল ডিপার্টমেন্ট এর ছাত্র ছিলেন ।