যেভাবে শহীদ হয়েছেনঃযাত্রাবাড়ী থানার কাছে পুলিশের গুলিতে শহীদ হন। ৫ই আগস্ট স্বাধীনতা অর্জনের দিনে আনুমানিক দুপুর ২.৪০-৩.০০ টার দিকে লংমার্চে যখন সবাই গণভবনে যাওয়ার জন্য অগ্রসর হয় তখন যাত্রাবাড়ী পুলিশের এলোপাতাড়ি গুলিতে আমার ভাই গুলিবিদ্ধ হয়।
জীবনীঃইয়াসির ছোটোবেলা থেকেই চঞ্চল প্রকৃতির।কথা বলার আগেই যেনো মুখে সবসময় হাসি লেগে থাকতো!বাবা ইউসুফ সরকারের ৩ছেলে ২মেয়ের মধ্যে ইয়াসির ছোটো ছিলো।আদমজী এম ডব্লিউ কলেজের ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলো।পড়াশুনা করতে তেমন ভালো না লাগলেও বাসায় বসে বসে ইংলিশ শিখতো!শখের মধ্যে অন্যতম ছিলো সাইকেল চালানো।সুযোগ পেলেই সাইকেল নিয়ে দূর দূরান্তে ঘুরে আসতো!।