আব্দুল জব্বার

আব্দুল জব্বার

বিক্রয়কর্মী

এ সি আই কোম্পানি, নোয়াখালি সদর

৫ই আগস্ট, ২০২৪

ডেটা যাচাই করা হয়েছে
বয়সঃ৪০
জন্ম তারিখঃতথ্য অনুপস্থিত
জন্মস্থানঃমহব্বতপুর
যেভাবে শহীদ হয়েছেনঃপুলিশের গুলিতে।
জীবনীঃবাবা শহিদ হওয়ার পর থেকে ছেলে মেয়ে দুটি কিছু খেতে চায় না। কথাও বলে না ঠিকমতো। সব সময় মন খারাপ করে থাকে। মাঝে মাঝে বাবার কথা মনে করে কাঁদতে শুরু করে। ৫ আগস্ট সন্ধ্যা ৭ টার দিকে রাজধানীর মেরুল বাড্ডার সিরাজ মিয়া স্কুলের সামনে পুলিশের গুলিতে শহিদ হন আব্দুল জব্বার। তিনি মেরুল বাড্ডা এলকার বাসিন্দা ছিলেন। পরে ৬ আগস্ট বাদ আসর মহাখালিস্থ রহিম মেটাল কবরস্থানে তাকে দাফন করা হয়। শেখ হাসিনা’র পালানোর খবর শুনে বিকেলে আমার স্বামী বিজয় মিছিলে যায়। পরে বিকেল ৫ টার দিকে বাসায় ফিরে ছেলে-মেয়ের সাথে নাস্তা খেয়ে মাগরিবের নামাজ পড়তে বের হন। এর পরে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফোন বন্ধ পাচ্ছিলাম। রাত ১২ টা বেজে যায় খবর পাই না। তখন সবাই মিলে তাকে খুঁজতে বের হই। পরে বাসার নিচের একজন বলেন, ‘জব্বার ভাইয়ের শরীরে গুলি লাগছে সন্ধ্যা ৭ টার দিকে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে।’ পরে আমরা ঢাকা মেডিকেলে গিয়ে অনেক খোঁজাখুজি করি। শেষপর্যন্ত পাই তার লাশ। জব্বারের পেটে গুলি লেগেছিল। পরে ঢাকা মেডিকেল থেকে লাশ নিয়ে আসি এবং ৬ আগস্ট বাদ মাগরিব জানাজা শেষে তাকে দাফন করা হয়। কারো কাছ থেকে কোন সহযোগিতা পেয়েছেন কি না জানতে চাইলে জব্বারের স্ত্রী বলেন, জুলাই ফাউন্ডেশন থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। পাঁচ লাখ টাকা দ্রুতই দেবে বলে জানিয়েছে। এছাড়াও জামায়াতে ইসলামীর কাছ থেকে ২ লাখ টাকা পেয়েছি।
সর্বশেষ পরিবর্তন:
আব্দুল জব্বার এর তথ্যে কোনো অসঙ্গতি পেয়েছেন?
অথবা আরো তথ্য যুক্ত করতে চান?আব্দুল জব্বার এর তথ্য দিন