জীবনীঃশহিদ তোফাজ্জল হোসেনের বয়স ছিল মাত্র ২২ বছর। পেশায় ছিলেন একজন রংমিস্ত্রী। তিন ভাই এক বোনের মধ্যে তোফাজ্জল চতুর্থ ছিলেন।
স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট সকালে হাজার হাজার ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল নিয়ে বানিয়াচং শহরে বের হয়। এ সময় মিছিলটি থানা মোড় হয়ে আসার সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তোফাজ্জল হোসেন। তিনি জেলার বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে।
শহিদ তোফাজ্জল হোসেনের মা জানান, তোফাজ্জল শহিদ হওয়ার মাত্র ৪০ দিন আগে ভালবেসে পরিবারকে না জানিয়ে বিয়ে করেছেন একই গ্রামের শাহিনা আক্তারকে।
তিনি বলেন, ‘বিয়ের মেহেদি শুকানোর আগেই স্ত্রীকে বিধবা এবং মায়ের বুক খালি করে তোফাজ্জলকে চলে যেতে হবে—এ কথা আমরা কেউ ভাবিনি। তাদের ভালবাসা আর পূর্ণতা পেলো না।’