জীবনীঃবাবা নওশের আলী (কৃষক), মা শিরিনা বেগম । একমাত্র ছোট বোন জেরিন (ইন্টার ১ম বর্ষে পড়ে)। জন্ম যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেউলী গ্রামে । জাবিরের পড়াশোনা, ২০১৮ সালে বাগআঁচড়া হাই স্কুল থেকে এসএসসি, ২০২১ সালে নাভারণ আকিজ কলিজিয়েটস্কুল এন্ড কলেজে আইএ (মানবিক বিভাগ) এইচএসসি । তারপর ২০২১-২২ শিক্ষা বর্ষে ঢাকার সাউথইস্ট ইউনির্ভাসিটিতে বিবিএ কোর্সে ভর্তি হন। জাবির কিংবা তার পরিবার কোন দিন কোন রাজনীতির সাথে জড়িত নয় । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৭ জুলাই ভার্সিটির ক্যাম্পাসের সামনের রাস্তায় পুলিশের গুলিতে আহত হন। কিন্তু মেডিকেলে তার বাবা আর বোনকে তাঁর কাছে যেতে বাঁধা দিয়েছেন পুলিশ ও বিজিবির সদস্যরা । তারপর শুক্রবার ২৬ জুলাই সকালে জাবিরের মৃত্যু হয় ।