ইমতিয়াজ আহমেদ জাবির

ইমতিয়াজ আহমেদ জাবির

শিক্ষার্থী

সাউথইস্ট ইউনির্ভাসিটি, ঢাকা

২৬ই জুলাই, ২০২৪

ডেটা যাচাই করা হয়েছে
বয়সঃ২৩
জন্ম তারিখঃতথ্য অনুপস্থিত
জন্মস্থানঃদেউলী, হাজিরবাগ, ঝিকরগাছা, যশোর
যেভাবে শহীদ হয়েছেনঃতথ্য অনুপস্থিত
জীবনীঃবাবা নওশের আলী (কৃষক), মা শিরিনা বেগম । একমাত্র ছোট বোন জেরিন (ইন্টার ১ম বর্ষে পড়ে)। জন্ম যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেউলী গ্রামে । জাবিরের পড়াশোনা, ২০১৮ সালে বাগআঁচড়া হাই স্কুল থেকে এসএসসি, ২০২১ সালে নাভারণ আকিজ কলিজিয়েটস্কুল এন্ড কলেজে আইএ (মানবিক বিভাগ) এইচএসসি । তারপর ২০২১-২২ শিক্ষা বর্ষে ঢাকার সাউথইস্ট ইউনির্ভাসিটিতে বিবিএ কোর্সে ভর্তি হন। জাবির কিংবা তার পরিবার কোন দিন কোন রাজনীতির সাথে জড়িত নয় । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৭ জুলাই ভার্সিটির ক্যাম্পাসের সামনের রাস্তায় পুলিশের গুলিতে আহত হন। কিন্তু মেডিকেলে তার বাবা আর বোনকে তাঁর কাছে যেতে বাঁধা দিয়েছেন পুলিশ ও বিজিবির সদস্যরা । তারপর শুক্রবার ২৬ জুলাই সকালে জাবিরের মৃত্যু হয় ।
সর্বশেষ পরিবর্তন:
ইমতিয়াজ আহমেদ জাবির এর তথ্যে কোনো অসঙ্গতি পেয়েছেন?
অথবা আরো তথ্য যুক্ত করতে চান?ইমতিয়াজ আহমেদ জাবির এর তথ্য দিন