জন্মস্থানঃওসি মিয়াজি বাড়ি, দক্ষিণ চাঁনপুর, দুধমুখা, দাগনভূঁঞা, ফেনী
যেভাবে শহীদ হয়েছেনঃপুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে।
২১জুলাই তিনি বিকাল বেলায় তার ৮বছর বয়সের একমাত্র ছেলেকে নিয়ে হাঁটতে বের হন। এবং ৮নং রেলক্রসিং এ মাথায় গুলিবিদ্ধ হন ছেলের সামনে(ডাক্তাররা বলেছিলো এটা টার্গেট শুট ছিলো, কারণ তিনি অনেক লাম্বা চওড়া ছিলো, হয়তো পুলিশের চোখে পড়ে গেছে)।তারপর ছেলে গিয়ে বাসায় খবর দেন এবং লোকজন সহ নিকটস্থ একটা ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে শেরে বাংলা নগর, ঢাকার নিউরো সাইন্স হসপিটালে ভর্তি করা হয়। ৫দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৫জুলাই রাত আড়াইটায় মামা শাহাদাত বরণ করেন।