যেভাবে শহীদ হয়েছেনঃদুপুরে খাওয়ার পর ছাদে খেলতে গিয়েছিলেন রিয়া। খানিক পরেই রাস্তায় সংঘর্ষ বাধে। বাসার সামনে হইহল্লা শুনে বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে ঘরে আনতে। মেয়েকে কোলে নিতেই একটি বুলেট এসে বিদ্ধ হয় মাথায়। মুহূর্তেই ছোট্ট দেহটি ঢলে পড়ে বাবার কোলে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার এর কয়েকদিন পর মেয়েটি মারা যায়।
জীবনীঃতাঁর বাবা-মায়ের বিয়ের ৫ বছর পর রিয়া তাঁদের ঘরে আসে। অতি আদরের একমাত্র সন্তান তিনি। সকল আত্মীয়-স্বজনের ছোট মা ছিলেন তিনি।
সর্বশেষ পরিবর্তন:
রিয়া গোপ এর তথ্যে কোনো অসঙ্গতি পেয়েছেন? অথবা আরো তথ্য যুক্ত করতে চান?রিয়া গোপ এর তথ্য দিন