জন্মস্থানঃগজারিয়া, মুন্সিগঞ্জ। বর্তমান ঠিকানা - সেক্টর -৪, তুষারধারা আবাসিক এলাকা, সাদ্দাম মার্কেট, মাতুয়াইল, ঢাকা
যেভাবে শহীদ হয়েছেনঃনিজ বাড়ির পাশের মসজিদে আসরের নামাজ পড়ে বাড়ি ফেরার সময় পুলিশ পিছন থেকে গুলি করে। গুলিটি পিছনে থেকে ঢুকে সামনে বুকের বাম পাশ দিয়ে বের হয়ে যায়। এবং সাথে সাথে মৃত্যু হয়।