যেভাবে শহীদ হয়েছেনঃপুলিশ কর্তৃক গুলি করে হত্যা করা হয়েছে।
জীবনীঃ১৯শে জুলাই শুক্রবার, সারাদেশে যখন ইন্টারনেট বন্ধ ছিল সেদিন জুমার নামাজ পড়ে আমার ছোট ভাই Redwan Asif, ওর সহকর্মী Ishak Hossain সহ ওরা ছয়জন মিলে মিরপুর-১০ নম্বরে আন্দোলনে যোগ দেয়। আমরা সবাই জানি সেদিন মিরপুরের অবস্থা ছিল খুবই ভয়াবহ। আনুমানিক বিকেল ৫:৩০টায় ওরা একসাথে সবাই যখন শ্লোগান দিচ্ছিল তখনই হেলিকপ্টারের উপর থেকে গুলি ছুড়তে থাকে পুলিশ। ঠিক তখনই ওরা ছত্রভঙ্গ হয়ে যায়। সাব্বির দৌঁড় দেয় গলির দিকে আর বাকিরা রাস্তার অন্য দিকে। কিছুক্ষণ পর যখন পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে তখন দেখে সাব্বির আর ওদের সাথে নেই। পরবর্তীতে ওর সহকর্মী রিশাদ অনেকবার ফোন করলেও সাব্বির আর ফোন ধরে না। একটু পরে ওর ফোন থেকে কেউ একজন ফোন করে বলে, "ভাই তো গুলি খেয়েছে আমরা হার্ট ফাউন্ডেশনে নিয়ে আসছি"। পরে ওরা সবাই দৌঁড়ে হার্ট ফাউন্ডেশনে গিয়ে দেখে সাব্বির আর বেঁচে নেই। এভাবেই পুলিশের গুলিতে শহীদ হয় আমাদের প্রিয় সাব্বির।