আবদুল আহাদ

আবদুল আহাদ

শিশু

বারান্দায় গুলিবিদ্ধ হয়

১৯ই জুলাই, ২০২৪

ডেটা যাচাই করা হয়েছে
বয়সঃ
জন্ম তারিখঃতথ্য অনুপস্থিত
জন্মস্থানঃপুখুরিয়া, মানিকদহ, ভাঙ্গা, ফরিদপুর
যেভাবে শহীদ হয়েছেনঃ১৯ জুলাই শুক্রবার বিকেল চারটার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার একটি বাড়িতে নিজ বাসার বারান্দায় দাড়ানো অবস্থায় ডান চোখে গুলিবিদ্ধ হন ৪ বছরের শিশু আহাদ । গুলিটা ডান চোখে বিদ্ধ হয়ে মাথার ভেতরেই রয়ে যায়। আহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। পর দিন শনিবার রাত সাড়ে আটটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন আহাদকে মৃত ঘোষণা করা হয়। - সূত্র: প্রথম আলো।
জীবনীঃতথ্য অনুপস্থিত
সর্বশেষ পরিবর্তন:
আবদুল আহাদ এর তথ্যে কোনো অসঙ্গতি পেয়েছেন?
অথবা আরো তথ্য যুক্ত করতে চান?আবদুল আহাদ এর তথ্য দিন