মো. রাসেল

মো. রাসেল

গার্মেন্ট কর্মী

নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানা

২২রা জুলাই, ২০২৪

ডেটা যাচাই করা হয়েছে
বয়সঃ১৮
জন্ম তারিখঃতথ্য অনুপস্থিত
জন্মস্থানঃভোলাগাড়ী, কশব, মান্দা, নওগাঁ
যেভাবে শহীদ হয়েছেনঃকোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১৯ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটি রোডের দেওভোগ মার্কেটের ২ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে গুলিবিদ্ধ হয় কিশোর মো. রাসেল। গুরুতর আহত অবস্থায় রাসেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাসেলের বুকে একটি বুলেট বিদ্ধ হয়েছিল। ২১ জুলাই তার শরীরে অস্ত্রোপচার করে বুলেট বের করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২২ জুলাই (সোমবার) সে মারা যায়।
জীবনীঃসংসারে অভাবের কারণে রাসেল দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ে আর বিদ্যালয়ে যায়নি। দেড় বছর ধরে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় চাকরি করছিল। চার ভাই–বোনের মধ্যে রাসেল সবার ছোট। তার এক বোন মানসিক প্রতিবন্ধী।
সর্বশেষ পরিবর্তন:
মো. রাসেল এর তথ্যে কোনো অসঙ্গতি পেয়েছেন?
অথবা আরো তথ্য যুক্ত করতে চান?মো. রাসেল এর তথ্য দিন