যেভাবে শহীদ হয়েছেনঃ১৯ জুলাই দুপুর ৩:৩৭ এ তাকে রাজিয়া সুলতানা রোড এর মাথায় স্টেপ জুতার দোকানের পাশের গলিতে গুলি করা হয়।তিনি কোন ধরনের রাজনৈতিক বিষয়ের সাথে জড়িত ছিলেন না।তিনি তার বাবার দোকানের শাটার বন্ধ করার উদ্দেশ্যে বের হয়েছিলেন এবং এক বন্ধুর গায়ে গুলি লাগায় তাকে বাঁচাতে গিয়েছিলেন।হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
'ছেলেটা খুব ডিস্টার্ব করতেছে', বলেই গুলি করা শুরু করে পুলিশ। যখন গুলি করার পর মাটিতে লুটিয়ে পড়েছে তাঁর দেহ, তখনও গুলি চালানো হচ্ছিলো অবিরত।
জীবনীঃমাহামুদুর রহমান সৈকত ২০০৪ সালের ১১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ২০২৩ এ সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ থেকে HSC পাস করেন। মাহাবুবের রহমান ও আফরোজা রহমানের ৩ ছেলেমেয়ের মাঝে তিনিই একমাত্র এবং সবচেয়ে ছোট ছেলে। তার বড় দুই বোন রয়েছে। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দীপ থানায়।