ঢাকার উত্তরায় একটি অটোমোবাইলস দোকানের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন
১৮ই জুলাই, ২০২৪
১৮ই জুলাই, ২০২৪
ডেটা যাচাই করা হয়েছে
বয়সঃ৩৫
জন্ম তারিখঃতথ্য অনুপস্থিত
জন্মস্থানঃপূর্ব সালিকাবাঁকপুর, বানারীপাড়া, বরিশাল
যেভাবে শহীদ হয়েছেনঃ১৮ জুলাই মালিকের নির্দেশে তিনি ও অপর এক সহকর্মী উত্তরা ৭ নম্বর সেক্টরে যান গাড়ির কিছু যন্ত্রাংশ কিনতে। কিনে আসার পথে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মারা যান জসিম। তাঁর বুকে একটি বুলেট বিদ্ধ হয়েছিল। মুখমণ্ডল ও সারা শরীরে ছিল অসংখ্য রাবার বুলেটের ক্ষত. - সূত্র: প্রথম আলো।