সাব্বির আহমেদ

সাব্বির আহমেদ

কর্মচারী

অর্গান লিমিটেড কেয়ার

১৮ই জুলাই, ২০২৪

ডেটা যাচাই করা হয়েছে
বয়সঃ২২
জন্ম তারিখঃতথ্য অনুপস্থিত
জন্মস্থানঃশৈলকুপা, ঝিনাইদহ, খুলনা
যেভাবে শহীদ হয়েছেনঃতাঁর শরীরে জ্বর ছিল। তাই বাইরের অবস্থা খারাপ হলেও ওষুধের জন্য বের হয়েছিলেন।সেখানে গুলিতে তাঁর মৃত্যু হয়।
জীবনীঃবাবা আমদ আলী ও মা রাশিদা খাতুন। তিন সন্তানের মধ্যে সাব্বির সবার বড়। ছোট দুই ভাইবোন, সুমাইয়া খাতুন (১৭) ও সাদিক হোসেন (১২)। বাবার নিজের কোনো কৃষিজমি নেই। অন্যের জমিতে কাজ করে সংসার চালান তিনি। সাব্বির মাদ্রাসা ছাত্র ছিলেন । পরিবারের বড় সন্তান হিসাবে সংসারের হাল ধরতে উপার্জনের আশায় ঢাকায় গিয়েছিলেন। প্রথমে উত্তরায় চাচাতো ভাই শামীম হোসেনের দোকানে কাজ করতেন । পরে অন্য কোম্পানিতে কাজ নেয় । ১৯ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সর্বশেষ পরিবর্তন:
সাব্বির আহমেদ এর তথ্যে কোনো অসঙ্গতি পেয়েছেন?
অথবা আরো তথ্য যুক্ত করতে চান?সাব্বির আহমেদ এর তথ্য দিন