ফারহান ফাইয়াজ

ফারহান ফাইয়াজ

শিক্ষার্থী

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর

১৮ই জুলাই, ২০২৪

ডেটা যাচাই করা হয়েছে
বয়সঃ১৮
জন্ম তারিখঃ১২/০৯/২০০৬
জন্মস্থানঃতথ্য অনুপস্থিত
যেভাবে শহীদ হয়েছেনঃপুলিশের হাতে হত্যা করা হয়েছে।
জীবনীঃ‘একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমন জীবন গড়ো, যাতে মৃত্যুর পর মানুষ তোমাকে মনে রাখে।’ নিজের ফেসবুক অ্যাকাউন্টের ইন্ট্রোতে রেসিডেনসিয়াল মডেলে কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ ইংরেজিতে এ কথা লিখেছিলেন। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের এইচএসসি ২৫তম ব্যাচের শিক্ষার্থী ফারহান। কলেজের শিক্ষক তারেক আহমেদ ফেসবুকে লিখেছেন, ‘দুপুরে ধানমন্ডি ২৭ নম্বরে ফারহান সানগ্লাস চোখে ছিল। তখনো ছেলেটা তাজা। সেখান থেকে চলে আসার ঘণ্টা দু-এক পরে ছেলেটার লাশ দেখতে হলো।’ আরেক পোস্টে লিখেছেন, ‘... হাসপাতালে লাশটা যখন দেখলাম, পা আর চলছিল না। ফারহানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন “টেন মিনিট স্কুল”এর ইংরেজি শিক্ষক মুনিজেরিন শহীদ। লিখেছেন, তাঁর এই শিক্ষার্থী অনেক মেধাবী, আচরণ খুব ভালো ছিল। তার এভাবে মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না।’ ‘টেন মিনিট স্কুল’–এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ফেসবুকে ফারহানের সঙ্গে নিজের ছবি পোস্ট দিয়েছে লিখেছেন, ‘মাই স্টুডেন্ট ইজ ডেড’।
সর্বশেষ পরিবর্তন:
ফারহান ফাইয়াজ এর তথ্যে কোনো অসঙ্গতি পেয়েছেন?
অথবা আরো তথ্য যুক্ত করতে চান?ফারহান ফাইয়াজ এর তথ্য দিন